ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোর্ডার-গাভাস্কার ট্রফি

স্মিথ-ওয়ার্নার থাকায় চ্যালেঞ্জ দেখছেন পুজারা

প্রকাশিত: ২৩:৪৯, ১৮ নভেম্বর ২০২০

স্মিথ-ওয়ার্নার থাকায় চ্যালেঞ্জ দেখছেন পুজারা

স্পোর্টস রিপোর্টার ॥ ২৭ নবেম্বর ওয়ানডে দিয়ে শুরু ভারতের বহুল আলোচিত অস্ট্রেলিয়া সফরে মাঠের দ্বৈরথ। তার আগেই জমে উঠেছে কথার লড়াই। চলছে শক্তি-সামর্থ্যরে বিশ্লেষণ। বেশি কথা হচ্ছে চার টেস্টের ‘বোর্ডার-গাভাস্কার’ ট্রফি নিয়ে। এ্যাডিলেডে টেস্ট দিয়ে যার শুরু ১৭ ডিসেম্বর। গতবার নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরেছিল বিরাট কোহলির দল। নিষেধাজ্ঞার কারণে ওই সিরিজে ছিলেন না স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ফিরেছেন দুই সুপার উইলোবাজ। এবার তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেই মনে করছেন ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, ‘স্মিথ-ওয়ার্নার ফিরেছে, সঙ্গে মার্নাস লাবুশেনও আছে ফর্মে, ২০১৮-২০১৯ মৌসুমের তুলনায় এবার অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তিশালী হবে। বিদেশের মাটিতে সাফল্য সহজে আসে না। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে ভাল দিক হচ্ছে আমাদের জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিদের ওখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওরা দ্রুত উইকেট তুলে নিতে সক্ষম। দারুণ কিছু করতে আমরাও মুখিয়ে আছি।’ ওই সফরে ৪ টেস্টের সিরিজ ২-১এ জিতেছিল ভারত।
×