ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট কাপ হকি আজ শুরু

প্রকাশিত: ২৩:৪৯, ১৮ নভেম্বর ২০২০

প্রেসিডেন্ট কাপ হকি আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ করোনায় গত মার্চে দেশের খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। হকিতে সর্বশেষ আসর ছিল স্কুল হকি। প্রায় আট মাস পর আবারও শুরু হচ্ছে দেশের হকি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট কাপ হকি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। ভেন্যু মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। দলগুলো হলো : বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ হকি ফেডারেশন লাল ও সবুজ দল। লীগভিত্তিক এই প্রতিযোগিতা চলবে ৩০ নবেম্বর পর্যন্ত। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল ফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা পুরস্কার। প্রতিদিন বিকেল ৩টা ও ৫টায় খেলা শুরু হবে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সেনাবাহিনী খেলবে বাহফে লাল দলের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ খেলবে বিমানবাহিনীর বিপক্ষে। এই আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ নৌবাহিনী। করোনার কারণে মঙ্গলবার এক ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সম্মেলন কক্ষে না করে হকি মাঠের এক কর্নারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। তবে কোন কর্মকর্তার মুখে ছিল না মাস্ক। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিমানবাহিনী কল্যাণ ট্রাস্ট।
×