ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ করোনামুক্ত

প্রকাশিত: ২৩:৪৯, ১৮ নভেম্বর ২০২০

খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ করোনামুক্ত

স্পোর্টস রিপোর্টার ॥ জেমকন খুলনার অধিনায়ক কে হবেন? দল যখন প্লেয়ার্স ড্রাফট থেকে তৈরি করে ফেলল খুলনা, বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদকেও নিল; তখন থেকেই প্রশ্ন উঠল। যেহেতু সাকিব আছেন তিনিই হয়তো অধিনায়ক হবেন। আবার সাকিব যেহেতু এক বছর ক্রিকেটের সঙ্গে ছিলেন না, বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ, তাই মাহমুদুল্লাহকেও অধিনায়ক করা হতে পারে। এই আলোচনাও ওঠে। শেষ পর্যন্ত তাই হলো। মাহমুদুল্লাহকেই বঙ্গবন্ধু টি২০ কাপের অধিনায়ক হিসেবে বেছে নিল খুলনা। মাহমুদুল্লাহ করোনা ‘পজিটিভ’ হয়েছিলেন। এখন তিনি ‘নেগেটিভ’ হয়েছেন। টুর্নামেন্টে শক্তিশালী দল খুলনা। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামিম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি রয়েছেন। এ ক্রিকেটারদের নিয়ে শিরোপা জেতার চেষ্টা করবেন মাহমুদুল্লাহ। মঙ্গলবার দলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দলটির ব্যবস্থাপক জানান, ‘মাহমুদুল্লাহ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার। আমরা অত্যন্ত আনন্দিত যে দলে সাকিব এবং মাহমুদুল্লাহর মতো ক্রিকেটার পেয়েছি। এর আগে তিন মৌসুমে খুলনা টাইটান্সের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে রিয়াদের। তাই তার অধীনে শিরোপা জয়ের স্বপ্ন দেখছি আমরা।’ করোনামুক্ত ফেসবুক পোস্টে রিয়াদ বলেন, আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে গতকাল আমার করোনার টেস্টে নেগেটিভ ফলাফল এসেছে। এখন শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসার চেষ্টা করব। আপনার সমস্ত প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।
×