ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোনাল্ডো সর্বোচ্চ গোলের রেকর্ডের যোগ্য

প্রকাশিত: ২৩:৪৮, ১৮ নভেম্বর ২০২০

রোনাল্ডো সর্বোচ্চ গোলের রেকর্ডের যোগ্য

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে আছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উয়েফা নেশন্স কাপে গত রাতের ম্যাচের আগে ১৬৯ খেলায় ১০২ গোল করে দ্বিতীয় স্থানে আছেন সিআর সেভেন। ১০৯ গোল করে সবার ওপরে আছেন সাবেক ইরানী কিংবদন্তি আলি দাইয়ে। তবে খুব শীঘ্রই যে রোনাল্ডো দাইয়েকে টপকে যাচ্ছেন এ বিষয়ে সন্দেহ নেই কারও। তাইতো পাঁচবারের ফিফাসেরা তারকাকে আগাম অভিনন্দন জানিয়েছেন ৫১ বছর বয়সী দাইয়ে। এক সাক্ষাতকারে আলি দাইয়ে বলেন, আমি সরাসরি রোনাল্ডোকে অভিনন্দন জানাব। পর্তুগালের হয়ে সে এখন পর্যন্ত ১০২ গোল করেছে। আমি নিশ্চিত সে আমার রেকর্ড ভাঙ্গবে। তিনি আরও বলেন, তার মানের একজন ফুটবলার আমার রেকর্ড ভাঙ্গলে সেটা হবে আমার জন্য সম্মানের। সে এটার যোগ্য। রোনাল্ডো শুধু বর্তমান সময়ের নয়; সবসময়ের সেরা ফুটবলারদের একজন। সে একজন সত্যিকারের ফেনোমেনন। ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরান জাতীয় দলের হয়ে দাইয়ে ১০৯ গোল করেন ১৪৮ ম্যাচ খেলে। বর্তমানে খেলে যাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথম ও একমাত্র হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ‘১০০’ গোল করার অনন্য কীর্তি রোনাল্ডোর। এখন যারা খেলা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে রোনাল্ডোর পর তৃতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ৭২টি। আজ সকালে হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ৭১ গোল করে এরপরের অবস্থানে আছেন রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। সর্বোচ্চ গোলের রেকর্ডটা তাই হাতের মধ্যেই রোনাল্ডোর। ২০১৯ সালের নবেম্বরে ইউরো বাছাই ফুটবলে লুক্সেমবার্গের মাঠে এক গোল করার পর রোনাল্ডোর জাতীয় দলের হয়ে গোলসংখ্যা দাঁড়িয়েছিল ৯৯টি। সিআর সেভেনের আপসোস, করোনাভাইরাসের কারণে তারপর ১০ মাস জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। যে কারণে গোলের সেঞ্চুরির অপেক্ষাও দীর্ঘায়িত হয়। অবশেষে দুই মাস আগে সুইডিশদের বিরুদ্ধে মাঠে নেমে অপেক্ষার ইতি টানেন।
×