ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নকল কাগজে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে আটক দুই রোহিঙ্গা

প্রকাশিত: ২৩:৩৯, ১৮ নভেম্বর ২০২০

নকল কাগজে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে আটক দুই রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার ॥ নকল পাসপোর্টে মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে দুই রোহিঙ্গা। তারা গত তিনদিন ধরে আটকা আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের তত্ত্বাবধানে। তাদের আবার মালয়েশিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী শুক্রবার নাগাদ তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের এক এডিশনাল এসপি। জানা গেছে, গত ১৫ নবেম্বর রাতে মালিন্দো এয়ারের ফ্লাইট ওডি-১৬২ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুই রোহিঙ্গা নাগরিক নবীন হোসেন (২৩) ও মোহাম্মদ আলম (২৬)। তারা আউট পাস নিয়ে মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটে ওঠে। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের কাছে তাদের বিষয়ে আগাম তথ্য থাকায় তারা ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আউট পাসে তাদের যে দুটো পাসপোর্টের নাম্বার উল্লেখ ছিল সেগুলো ভুয়া বলে প্রতীয়মান হয় ইমিগ্রেশনের কাছে। এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করতে বাধ্য হয়- মালয়েশিয়ায় তারা ছিল অবৈধ। মূলত সেখানে অবৈধ নাগরিকদের সাঁড়াশি অভিযানের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়াটা নিরাপদ মনে করে। এ অবস্থায় তারা নকল কাগজপত্র ও পাসপোর্টের নাম্বার দিয়ে কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের একটি দুর্নীতিবাজ চক্রের সহায়তায় আউট পাসের সুযোগ পায়। সেই কাগজ নিয়েই তারা মালিন্দো এয়ারের ফ্লাইটে ঢাকায় এসে ধরা পড়ে। ইমিগ্রেশন সূত্র জানায়, নবীন হোসেন ২০১৫ সালে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে অবৈধভাবে সমুদ্রপথে কোন ধরনের পাসপোার্ট ছাড়াই মালয়েশিয়ায় যায। অপরযাত্রী মোহাম্মদ আলম ২০১৩ সালে একইভাবে দালালের সহযোগিতায় ট্রলারযোগে মালয়েশিয়ায় যায। সেখানে তারা এতদিন থাকার পর অভিবাসী অভিযানের ভয়ে ফের বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। এজন্য কুয়ালালামপুরে এহসান ও গো নামের দুই বাংলাদেশী দালালের সাহায্যে জনপ্রতি ৭ হাজার রিঙ্গিত খরচ করে নকল কাগজপত্র তৈরি করে। দালালরা বাংলাদেশের পাবনার আতাইকুলার সাকাত ও মুন্সীগঞ্জের কেওর এলাকার সজিব গরাদির নামে দুটো পাসপোর্টে এই দুই রোহিঙ্গার ছবি লাগিয়ে আউট পাস নেন। হযরত শাহাজালালের ইমিগ্রেশন থেকে মালয়েশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হওয়ার পর তাদের আটক করা হয়। এ বিষয়ে ইমিগ্রেশন সূত্র জানায়, বর্তমানে তাদের বিমানবন্দরের ইমিগ্রেশন শাখাতেই আটক রাখা হয়েছে। তাদের আগামী শুক্রবার মালিন্দোর পরবর্তী ফ্লাইটযোগে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
×