ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত: ২৩:৩৯, ১৮ নভেম্বর ২০২০

গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, বৃদ্ধ নিখোঁজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মঙ্গলবার পৃথক ঘটনায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু এবং বৃদ্ধ নিখোঁজ হয়েছে। মৃতের নাম শিখা রানী বর্মণ (৮)। সে দিনাজপুরের কাহারোল থানার নিমাইল গ্রামের সুবল বর্মণের মেয়ে। জিএমপির কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার মোফাজ্জলের বাসায় সপরিবারে ভাড়া থেকে সুবল বর্মণ এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিদিমা ও মেসোত ভাইবোনের সঙ্গে বাসার পাশে ঢংকা বিলের উৎস মুখ বালু নদের পাড়ে শাক তুলতে যায় শিখা রানী বর্মণ। এ সময় মাছ ধরা দেখতে অপর এক শিশুর সঙ্গে ওই নদের তীরে পানি দিয়ে হেঁটে যাচ্ছিল শিখা। তারা পানি দিয়ে হাঁটার সময় পা পিছলে পানির নিচে প্রায় ২৫ ফুট গভীর গর্তে পড়ে যায় পানিতে তলিয়ে যায় শিখা। তাকে উদ্ধার করতে গিয়ে তার মেসোত ভাই সনজিত বর্মণও (২০) পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় সনজিতকে উদ্ধার করতে পারলেও শিখার সন্ধান পায়নি। সনজিতকে হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিখার লাশ উদ্ধার করে। এদিকে একই দিন বাড়ি ফেরার পথে সাঁতরিয়ে নদী পার হওয়ার সময় তুরাগ নদে ডুবে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তার নাম মতিউর রহমান (৭০)। তিনি কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি চানপুর এলাকার কাজীমুদ্দিনের ছেলে।
×