ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তরুণ ডেভেলপারদের জন্য কোডমাস্টার্স

প্রকাশিত: ২৩:৩৮, ১৮ নভেম্বর ২০২০

তরুণ ডেভেলপারদের জন্য কোডমাস্টার্স

ডিজিটাল নিনজা কোডমাস্টার্স ২০২০-এর মাধ্যমে একটি কোডার্স কমিউনিটি তৈরিতে আবেদনপত্র আহ্বান করেছে গ্রামীণফোন। এ উদ্যোগটি স্থানীয় ডেভেলপারদের পরস্পরের সঙ্গে যুক্ত করে তাদের ডিজিটাল স্কিল বাড়াতে সহায়তা করবে, যার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় সমাধান দিতে পারবে। ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবাদানে তরুণদের দক্ষ করে তুলতে গ্রামীণফোন ধারাবাহিকভাবে নানা কার্যক্রম পরিচালনা করছে। কোডমাস্টার্স ইভেন্ট নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করছে গ্রামীণফোন। এই ওয়েবিনারটি আগামী ২৫ নবেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়েবিনারে অতিথিরা অংশগ্রহণকারীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও উৎসাহ দেবেন। এরপর হ্যাকাথন পার্ট-১ ডিসেম্বরের ৫ তারিখ ও হ্যাকাথন পার্ট-২ ডিসেম্বর ১১ তারিখ অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×