ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চবি উপাচার্য বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত

প্রকাশিত: ২৩:৩৮, ১৮ নভেম্বর ২০২০

চবি উপাচার্য বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া‘ পদক-২০২০ জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ড. শিরীন আখতার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাকে এ মনোনয়ন প্রদান করেন। আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাকে এ পদক প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পদক বিতরণ করবেন। প্রফেসর ড. শিরীন আখতার ১৯৯৬ সালের চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ২০০৬ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। তার সাহিত্য বিষয়ক বিভিন্ন গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি নজরুল জন্মশত বর্ষ উদযাপন পরিষদ কর্তৃক ‘চট্টগ্রাম একুশে পদক ২০১০’ পদকসহ বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মানসূচক পদকে ভূষিত হয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন।
×