ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতার ভিত্তি তৈরি করেছিলেন মওলানা ভাসানী ॥ মেনন

প্রকাশিত: ২৩:৩৬, ১৮ নভেম্বর ২০২০

স্বাধীনতার ভিত্তি তৈরি করেছিলেন মওলানা ভাসানী ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ মওলানা ভাসানী তার সমস্ত জীবনের সংগ্রামের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার ভিত্তি তৈরি করেছিলেন। আর বঙ্গবন্ধু সেটিকে সুনির্দিষ্ট রাজনৈতিক রূপ দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন। পত্রিকার পাতায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর অনুল্লেখ অথবা দায়সারাভাবে স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করে তাকে খাটো করে দেখবার অবকাশ নাই। বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রভাবকের, ক্ষেত্রবিশেষে নির্ণায়কের। তাকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা যায় না বলে মনে করেন প্রবীণ রাজনীতিক ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মঙ্গলবার মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রজীবন শেষে মওলানা ভাসানী তাকে হাত ধরে কৃষক আন্দোলনে নামিয়েছিলেন একথা জানিয়ে মেনন বলেন, আর সেটাই তাকে তৃণমূলের মানুষের কাছে নিয়ে গিয়েছিল। আলোচনায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছিলেন বলেই গঙ্গার পানি বণ্টন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছিল এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের বামফ্রন্টের সহায়তায় আন্তর্জাতিক গঙ্গার পানি চুক্তি সম্পাদন সম্ভব হয়েছিল। কিন্তু গত নয় বছরে তিস্তাচুক্তি সম্পাদিত হতে পারেনি। তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে পানির ভাগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মওলানা ভাসানী আজীবন শোষিত মানুষের পক্ষে লড়াই করে গেছেন।
×