ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও দুই বন্ধুর মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ২৩:৩১, ১৮ নভেম্বর ২০২০

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও দুই বন্ধুর মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার ॥ সাত মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার দুই বন্ধুর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে আপীল বিভাগ। এদিকে নন গবর্মেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এ্যান্ড সার্টিফিকেশন অথরিটির (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ ব্যাচের নিবন্ধন সনদধারী ১৭ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আদালত। রূপপুর পারমাণবিক প্রকল্পে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলায় জামিন দেয়নি হাইকোর্ট। অন্যদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার দুই বন্ধুর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। দণ্ডিতদের ক্রিমিনাল আপীল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। রায়ে স্বামী সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ ওরফে টিপু এবং তার দুই বন্ধু শহীদুল ইসলাম ও মোঃ খোরশেদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। নিবন্ধন সনদধারী ১৭ জনকে নিয়োগ দেয়ার নির্দেশ ॥ নন গবর্মেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এ্যান্ড সার্টিফিকেশন অথরিটির (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ ব্যাচের নিবন্ধন সনদধারী ১৭ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৩ মাসের মধ্যে এনটিআরসিএকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। অন্যদিকে রূপপুর পারমাণবিক প্রকল্পে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলায় জামিন দেয়নি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। প্রকৌশলী মোস্তফার জামিন নিয়ে রুল ॥ রূপপুর পারমাণবিক প্রকল্পে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলায় জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। জামিনের বিষয়ে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ জানুয়ারি ॥ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী সময়ের আবেদন করেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। শীতে বিচারপতি-আইনজীবীদের পরতে হবে কালো কোট ॥ করোনাকালে ভার্চুয়াল কিংবা শারীরিক উপস্থিতিতে মামলার শুনানির সময় বিচারপতি ও আইনজীবীদের কালো কোট পরার বিধান না থাকলেও শীত মৌসুমে তা আবার পরতে হবে। সোমবার সুপ্রীমকোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল এবং শারীরিক উপস্থিতিতে মামলার শুনানির সময় ক্ষেত্রবিশেষ টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট পরিধান করবেন।
×