ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিত্রনায়ক ফারুক এবং লিয়াকত আলী লাকি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২১:২৫, ১৮ নভেম্বর ২০২০

চিত্রনায়ক ফারুক এবং লিয়াকত আলী লাকি করোনায় আক্রান্ত

সংস্কৃতি ডেস্ক ॥ শীত যত গাড়ো হচ্ছে করোনাভাইরাসের প্রকোপ তত বেড়ে যাচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় ৩৯ জন এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সাধারণ মানুষদের পাশাপাশি সমাজের বরেণ্য ব্যক্তিরাও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। যেমন- বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক দেশে ফেরার ১১ দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানালেন তার স্ত্রী ফারহানা পাঠান। গত মঙ্গলবার ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানালেন, কয়েকদিন ধরে জ্বর ও কাশি হচ্ছিল ফারুকের। ৬ নবেম্বর কোভিড-১৯ টেস্ট করা হয়। নেগেটিভ আসে। এর মধ্যে ৯ নবেম্বর সংসদ অধিবেশনে যোগ দেন। পরদিন আবার জ্বর আসে। এদিকে শরীরের ইলেকট্রোলাইট অনিয়ন্ত্রিত মনে হচ্ছিল। হাল্কা কাশিও ছিল। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করলে তারাও চিন্তায় পড়েন। দুইদিন আগে আবার কোভিড-১৯ টেস্ট করা হয়। এরপর ফলাফল হাতে পেলে জানা যায় ফারুকের কোভিড-১৯ পজিটিভ। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার বিকেলে নবান্ন উৎসবের উদ্বোধনী বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পকলা একাডেমি সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ জানান, রাষ্ট্রপতির একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল লিয়াকত আলী লাকীর। এ জন্য করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন তিনি। সোমবার বিকেলে করোনা পিেজটিভ হওয়ার বিষয়টি জানতে পেরেছেন। এরপর থেকে বাসাতেই আইসোলেশনে রয়েছেন লিয়াকত আলী লাকী। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা পুনরায় বৃদ্ধি পাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
×