ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান

প্রকাশিত: ২১:১৭, ১৮ নভেম্বর ২০২০

স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানায় বাধ্য করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এছাড়া সিটি কর্পোরেশন এবং তথ্য অধিদফতরের সহায়তায় মহানগরের চারটি প্রবেশ পথ এবং গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সচেতনতামূলক মাইক প্রচারও চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। বিকেলে আরও ৪ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে অভিযান। মহানগরীর চকবাজার, রিয়াজুদ্দিন বাজার, টেরিবাজার, আগ্রাবাদ, পাহাড়তলী, সদরঘাট, পতেঙ্গা এবং কাজির দেউড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সকলের মাস্ক পরা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে।
×