ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে অটোরিক্সা বাস সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ২১:১৭, ১৮ নভেম্বর ২০২০

লক্ষ্মীপুরে অটোরিক্সা বাস সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ নবেম্বর ॥ লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাস এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক এবং একজন যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন, ফল বিক্রেতা নাম জামাল উদ্দিন (৪০)। তিনি জেলার কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের আবু ছায়েদের পুত্র। তিনি ওই অটোরিক্সার যাত্রী ছিলেন। অপরজন অটোরিক্সা চালক। বরিশালে দুই স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলি দোকানের মধ্যে ঢুকে ঘটনাস্থলেই পথচারী এক নারী নিহত ও চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায়। অপরদিকে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। সোমবার রাতে উজিরপুর মডেল থানার এসআই রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ওইদিন বিকেলে উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পারুল বেগম নামের এক গৃহবধূ দাঁড়ানো ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী অবৈধ ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ডহড়পাড়া গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী পারুল বেগম নিহত ও চারজন আহত হয়। অপরদিকে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক সোহাগ বিশ্বাস (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। ঠাকুরগাঁওয়ে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী তহিদুল ইসলাম বুলেটের (৩৭) মৃত্যু হয়েছে। সোমবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাত ভাই জাহিদুল ইসলাম জাহিদ। নিহত দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর হাজীপাড়া গ্রামের সৈকত আলীর ছেলে।
×