ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুন করে ভারতে পালানোর পথে যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২১:১৬, ১৮ নভেম্বর ২০২০

খুন করে ভারতে পালানোর পথে যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীতে একজনকে খুন করে ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় গ্রেফতার হয়েছে যুবলীগের এক নেতা। গ্রেফতার মোঃ রমজান আলী (২৫) মহানগর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার এ গ্রেফতারের বিষয়টি জানিয়েছে সিএমপির ডবলমুরিং থানা পুলিশ। পুলিশ জানায়, রমজান আলী নামের এ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম মিন্টু ওরফে মারুফ চৌধুরী হত্যা মামলায় প্রধান আসামি। নিহত মারুফ ছিল যুবলীগ কর্মী। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে কাঠ দিয়ে আঘাত করে হত্যা করা হয় মারুফকে। ঘটনার পর থেকে পলাতক ছিল রমজান। সে আগরতলা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছিল সে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১২ নবেম্বর রাতে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আগ্রাবাদ এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম মিন্টু। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
×