ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মহীন পরিবারে জীবিকা নির্বাহের উপকরণ দিল নৌবাহিনী

প্রকাশিত: ২১:১৫, ১৮ নভেম্বর ২০২০

কর্মহীন পরিবারে জীবিকা নির্বাহের উপকরণ দিল নৌবাহিনী

দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলার মংলা উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করেছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা মংলার ব্যবস্থাপনায় অসহায় ও কর্মহীন পরিবারের সাহায্যার্থে মংলা উপজেলার সোনাইতলা, সুন্দরবন, চাঁদপাই ও চিলা ইউনিয়নের ৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, ভ্যান, গরু ও ছাগল বিতরণ করা হয়। এছাড়াও উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী উপজেলাসমূহে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে এসকল জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করে আসছে নৌবাহিনী। -আইএসপিআর গলাচিপায় ধর্ষকের গ্রেফতার দাবিতে সমাবেশ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার কাছারীকান্দা গ্রামের সাত বছরের শিশুর ধর্ষক ও সহযোগীদের পাঁচদিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। স্বতঃস্ফূর্ত হয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঙ্গলবার সকালে রতনদী-তালতলী ইউনিয়নের দেওয়ান বাজারে সমাবেশ ও মানববন্ধন করেছে। প্রতিবাদকারীরা অবিলম্বে ধর্ষক ও সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে। স্থানীয় সমাজসেবক সুশিল বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গলাচিপা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ সাইদুল রহমান মোল্লা, শিক্ষক জেসমিন বেগম, হুমায়ুন আকন, সবুজ মাতবর, জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।
×