ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২১:১৫, ১৮ নভেম্বর ২০২০

সিদ্ধিরগঞ্জে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের জালুকড়ি এলাকায় ৩ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে জালকুড়ির খিরত আলী স্কুল সংলগ্ন এলাকায় মাসুদ মিয়া ও হায়দার আলীর মালিকাধীনসহ তিনটি ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে আকস্মিকভাবে প্রথমে ১টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন হায়দার আলীর মালিকাধীনসহ আরও ২টি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঝুটের গোডাউনের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নাটোরে মুক্তিযোদ্ধা দুই ভাই হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ নবেম্বর ॥ দীর্ঘ ৪৭ বছর পর সিংড়ার নিহত দুই ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম আহম্মদ ও আব্দুস সামাদ প্রামাণিকের হত্যাকারীদের বিচার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভুলবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহত মুক্তিযোদ্ধার ভাই গোলাম মোস্তফা প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন নিহতের অপর দুই ভাই জেহের আলী ও শাহ আলম প্রামাণিক এবং মা মাজেদা বেওয়াসহ পরিবারের সদস্যবৃন্দ। এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে চলতি বছরের ১৯ মার্চ সিংড়া থানায় সাধারণ ডায়েরি ও সম্প্রতি পর পর দুইটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
×