ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২১:১৪, ১৮ নভেম্বর ২০২০

বগুড়ায় হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বালু ব্যবসায়ীকে হত্যার দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলো : নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মোঃ মারুফ রায়হান ওরফে মিলন (৩৮), নিশিন্দারা মধ্যপাড়ার মাছুম মোল্লার ছেলে সাঈদী (২০) ও বাঘোপাড়ার মফিদুল ইসলামের ছেলে মোঃ মানিক (২৫)। আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন জানান, প্রায় ৩ বছর আগে ২০১৭ সালের ১৬ এপ্রিল দুপুরে নিশিন্দারা এলাকায় বালু ব্যবসায়ী হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। নিহত হযরত আলীর মা মেরিনা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, জেলার তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার বিড়িপাড়া গ্রামের কৃষক আশিদ মিয়াকে হত্যার দায়ে একই গ্রামের আব্দুল্লাহকে মৃত্যুদণ্ড এবং মারফত মিয়া ও আঃ ওয়াহাব নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ অক্টোবর সকালে তাড়াইলের পশ্চিম জাওয়ার বিড়িপাড়া গ্রামের নিহত আশিদ মিয়ার ছেলে উজ্জল মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পশ্চিম জাওয়ার শান্তিপুর গ্রামের আব্দুল্লাহ’র ছেলের ঝগড়াঝাটি হয়। এ সময় আশিদ মিয়া বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ওইদিন দুপুরে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা বিড়িজাওয়ার খাগাটিয়া এলাকায় আশিদ মিয়াকে বাঁশের লাঠি দিয়ে বুকে-পিঠে পিটিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই আশিদ মিয়ার মৃত্যু হয়।
×