ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২১:১৩, ১৮ নভেম্বর ২০২০

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ নবেম্বর ॥ শিবচরে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার কৃষি অফিসে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অনুপ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। জানা গেছে, শিবচর উপজেলায় করোনা ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় প্রায় ২১ হাজার ১১৫ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
×