ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নামে জমি লিখে দিয়ে প্রশংসায় ভাসছেন সুখরঞ্জন

প্রকাশিত: ২১:১২, ১৮ নভেম্বর ২০২০

প্রধানমন্ত্রীর নামে জমি লিখে দিয়ে প্রশংসায় ভাসছেন সুখরঞ্জন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসার নিদর্শনস্বরূপ নিজ সম্পত্তি থেকে পাঁচ শতক জমি লিখে দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা সুখরঞ্জন ঘরামী। পরিবার পরিজন নিয়ে নিজে শত কষ্টে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নামে জমি লিখে দিতে পারার মধ্য দিয়েই সুখ খুঁজে পেয়েছেন বৃদ্ধ সুখরঞ্জন। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে গত দুইদিন থেকে প্রশংসায় ভাসছেন আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামী। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, অর্থ ও সম্পত্তি অনেকের রয়েছে কিন্তু সুখরঞ্জন ঘরামীর মতো মনমানসিকতা সবার নেই। কতটুকু ভালবাসলেই নিজের পরিবারের কষ্টকে ভুলে এ ধরনের ত্যাগ স্বীকার করা যায় সুখরঞ্জন ঘরামী তার বড় এক দৃষ্টান্ত। ইউনুস আরও বলেন, উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসার প্রতিদান হিসেবে গত ১৫ নবেম্বর বানারীপাড়া উপজেলার চাখার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রধানমন্ত্রীকে গ্রহীতা করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সুখরঞ্জন ঘরামী তার পাঁচ শতক সম্পত্তি লিখে দিয়েছেন। তার এ দলিলের পরিচিত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন। সূত্রমতে, সম্প্রতি বানারীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় সুখরঞ্জন স্বেচ্ছায় বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজার সংলগ্ন মহাসড়কের পাশে নিজ সম্পত্তিতে শেখ হাসিনার ভাস্কর্য নির্মাণের অনুরোধ করেন। ফলশ্রুতিতে তার সম্পত্তিতেই এ ভাস্কর্য নির্মাণ করা হয়। এরপরই তিনি (সুখরঞ্জন) তার নিজের সম্পত্তি থেকে নির্মাই করা ভাস্কর্যর স্থানের পাঁচ শতক জমি প্রধানমন্ত্রীর নামে লিখে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সুখরঞ্জন ঘরামী বলেন, আমার নিজ সম্পত্তিতে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করায় আমি আনন্দিত ও গৌরবান্বিত বলে মনে করছি।
×