ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিবকে হত্যার হুমকি, যুবককে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০১:৫৩, ১৭ নভেম্বর ২০২০

সাকিবকে হত্যার হুমকি, যুবককে খুঁজছে পুলিশ

জনকণ্ঠ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক যুবক। রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার। তিনি তার নিজের ফেসবুক এ্যাকাউন্ট গড়যংরহ ঞধষঁশফধৎ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। খবর অনলাইনের। সম্প্রতি কালীপূজায় এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। সাকিবভক্ত অনেকেই মহসিনকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে সোমবার দুপুর থেকে মহসিন তালুকদারের ফেসবুক আইডিটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। ক্ষমা চাইলেন সাকিব ॥ এদিকে হত্যার হুমকি দেয়ার রাতেই অবশ্য ওই যুবক তার ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে। তবে হুমকির দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে সাকিবই নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চাইলেন। সাকিব বলেছেন, ‘অনেকেই বলছে, আমি পূজা উদ্বোধন করেছি, যেটি আমি কখনই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করব না। তারপরও হয়তো ওখানে যাওয়টাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রার্থী।’
×