ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জর্ডানে বেতন বাড়ানোর দাবিতে বাংলাদেশী শ্রমিকদের আন্দোলন

প্রকাশিত: ০১:৫২, ১৭ নভেম্বর ২০২০

জর্ডানে বেতন বাড়ানোর দাবিতে বাংলাদেশী শ্রমিকদের আন্দোলন

জনকণ্ঠ ডেস্ক ॥ জর্ডানে একটি কারখানায় প্রায় এক সপ্তাহ ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন ও ধর্মঘট পালন করছেন প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জানান, রামথা শহরের আল হাসান শিল্প এলাকায় অবস্থিত ক্লাসিক ফ্যাশন এ্যাপারেলে এই আন্দোলনের সময় কিছু ভাংচুরের ঘটনা ঘটছে। শ্রমিকদের অভিযোগ এখন তাদের দেশে ফেরত পাঠানোর হুমকি দেয়া হচ্ছে। খবর বিবিসির। খবরে বলা হয়েছে, জর্ডানে বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নেয়ার আগ্রহ কম। কারণ তাদের বিরুদ্ধে এর আগে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল। বেতন বাড়ানোর দাবির আন্দোলনের মধ্যে একটি ডাস্টবিনে একজন প্রবাসী বাংলাদেশী নারীর মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে পোশাক শ্রমিকরা তাকে নিজেদের একজন দাবি করে ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন। আম্মানে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোন বাংলাদেশী আটক হননি। তবে ঘটনা সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। দেশটির সবচেয়ে বড় তৈরি পোশাক প্রতিষ্ঠান এই ক্লাসিক ফ্যাশন এ্যাপারেল। কারখানার শ্রমিকদের বেশিরভাগ নেয়া হয়েছে বাংলাদেশ থেকে। কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সেখানে ত্রিশ হাজারের মতো শ্রমিক রয়েছে। দূতাবাসের তথ্যমতে জর্ডানে আনুমানিক ৭০ হাজারের মতো বাংলাদেশী শ্রমিক রয়েছে যার অর্ধেকের বেশি পোশাক শ্রমিক।
×