ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাঃ শামারুখের মৃত্যুর পুনঃতদন্তের দাবি

প্রকাশিত: ২৩:৪৮, ১৭ নভেম্বর ২০২০

ডাঃ শামারুখের মৃত্যুর পুনঃতদন্তের দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ডাঃ শামারুখ মাহজাবীনের রহস্যজনক মৃত্যুর পুনঃতদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম। সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, আবু সফিয়ান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপঙ্কার দাস রতন, শহিদুল হক বাদল প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে আমার একমাত্র কন্যা ডাঃ শামারুখ মাহজাবীন রহস্যজনকভাবে শ্বশুর বাড়িতে মারা যায়। তার মৃত্যু পর শ্বশুরালয়ের লোকজন এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার চালালেও এটি সুপরিকল্পিত হত্যা ছাড়া আর কিছুই নয়। আমার কন্যা ঢাকার ধানমন্ডিতে স্বামীর সঙ্গে একত্রে বসবাস করত। সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়।’
×