ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাইবার মামলা তদন্তের দায়িত্ব পেল নারী পুলিশ

প্রকাশিত: ২৩:৪৬, ১৭ নভেম্বর ২০২০

সাইবার মামলা তদন্তের দায়িত্ব পেল নারী পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ এবার নারী পুলিশ সাইবার মামলার মতো গুরুত্বপূর্ণ ও উচ্চ প্রযুক্তিসম্পন্ন সূক্ষ্ম বিষয়ে তদন্তের দায়িত্ব পেল। ভার্চুয়াল জগতে নারীদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই গঠন করা হলো বিশেষায়িত ইউনিট। ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ নামের পুরো ইউনিট নিয়ন্ত্রণ করবে নারী পুলিশ। যেসব নারী সাইবার অপরাধের শিকার হবেন তাদের সহায়তা করতেই এমন উদ্যোগ। ইউনিট সাইবার অপরাধের শিকার নারীদের করা মামলার তদন্তসহ সার্বিক বিষয়ে সহায়তা করবে। নিজ কর্ম গুণে এগিয়ে চলার কারণেই নারী পুলিশ সাইবার সিকিউরিটির মতো অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে। এটি নারী পুুলিশের অন্যতম অর্জন। সোমবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী পুলিশের বিশেষ এই ইউনিটটির যাত্রা শুরু হয়। উদ্বোধন শেষে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, নিজ কর্ম গুণে নারী পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন।
×