ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ী থেকে ফেরিঘাট সরিয়ে নেয়া হলো বাংলাবাজারে

প্রকাশিত: ২৩:০৮, ১৭ নভেম্বর ২০২০

কাঁঠালবাড়ী থেকে ফেরিঘাট সরিয়ে নেয়া হলো বাংলাবাজারে

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ১৬ নবেম্বর ॥ মাদারীপুরের কাঁঠালবাড়ী থেকে ফেরিঘাট স্থানান্তর করা হয়েছে। সোমবার হতে ফেরি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে কাঁঠালবাড়ী ঘাটে নয়, বাংলাবাজার ঘাটে ভিড়ছে। পদ্মা সেতুর নদীশাসনের জন্য ফেরিঘাট কাঁঠালবাড়ী থেকে সরিয়ে বাংলাবাজারে স্থানান্তর করা হয়। সোমবার বেলা ১১টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে শিমুলিয়া ঘাটে আসার উদ্দেশে মাদারীপুরের নতুন ঘাট বাংলাবাজার থেকে ‘ফেরি লেন্টিং’ ১৩টি যানবাহন নিয়ে যাত্রা শুরু করে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসে। পরে রো রো ও ডাম্বো ফেরিসহ সব ধরনের ফেরিও চলাচল শুরু হয়।
×