ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণঅভ্যুত্থানেই সরকার পতন ঘটাতে হবে ॥ হাফিজ

প্রকাশিত: ২৩:০৮, ১৭ নভেম্বর ২০২০

গণঅভ্যুত্থানেই সরকার পতন ঘটাতে হবে ॥ হাফিজ

স্টাফ রিপোর্টার ॥ জনগণের ভোটে সরকার পরিবর্তনের কোন আশা দেখছে না বিএনপি। এখন তারা বলছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকার পরিবর্তন ঘটাতে হবে। সোমবার এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুই লাখ লোক যদি দুই দিন রাস্তায় থাকে, বর্তমান সরকার তখন পালিয়ে যাবে। সেই সাহস সঞ্চয় করে এই সরকারকে বিতাড়িত করতে আগামী দিনে আবার রাজপথে নেমে আসার কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ নবেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং গৃহবন্দী থেকে নিঃশর্ত মুক্তির করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, যেহেতু জনগণের ভোটের মাধ্যমে আর সরকার পরিবর্তনের সুযোগ নেই। যতদিন এই সরকার আছে ততদিন ভোটকেন্দ্রে সাধারণ নাগরিক যেতে পারবে না। একমাত্র উপায় গণঅভ্যুত্থান। যদি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে থাকি, তাহলে আমাদের দলেও তার প্রতিফলন থাকতে হবে। জিয়াউর রহমানের মতো সৎ হতে হবে, তার মতো সাহসী হতে হবে এবং দেশের স্বার্থে কখনও কোন ধরনের আপোস করা যায় না। বেগম খালেদা জিয়া আপোস করেননি। কিন্তু আমরা অনেকে আপোস করে বসে আছি। আজকে দুঃখের বিষয়, খালেদা জিয়ার মতো নেত্রী বছরের পর বছর জেলে কাটালেন। আমরা কী করতে পেরেছি? বিএনপি তো এখন ডাক দিলে রাস্তায় নামাতে পারে না। আমাদের এত শক্তিশালী ছাত্রদল ছিল, তাদেরকে রাস্তায় নামাতে পারে না। কেন তাদের নামাতে পারে না আমি জানি না। এ সময় তিনি সিরাজগঞ্জ ১ আসনের ভোটের ফল উল্লেখ করে বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী যেখানে এক লাখ ৮৮ হাজার ভোটে জয়ী হয়েছেন, সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ৪৬৮ ভোট। অথচ ওই নির্বাচনে বিএনপির এজেন্টই তো হাজারের বেশি। কোন এজেন্ট ভোট কেন্দ্রে যেতে পারেন না, কোন ভোটার কেন্দ্রে যেতে পারেন না, এমনকি আওয়ামী লীগের সমর্থকরা ভোটকেন্দ্রে যেতে পারে না- এই হলো গণতন্ত্র।
×