ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারী জমি অবৈধ দখল ফৌজদারি অপরাধ গণ্য করে আইন সংশোধন হচ্ছে ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ২৩:০৮, ১৭ নভেম্বর ২০২০

সরকারী জমি অবৈধ দখল ফৌজদারি অপরাধ গণ্য করে আইন সংশোধন হচ্ছে ॥ ভূমিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সরকারী জমি অবৈধ দখলকে দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শীঘ্রই আইন সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে। সোমবার ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (২য় পর্যায়) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি এ কথা বলেন। ২য় পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত দেশের ৬১ জেলার ৪৮২ উপজেলা/ সার্কেল/ মেট্রো থানা ভূমি অফিস থেকে একটি করে মোট ৪৮২ পৌর/ইউনিয়ন ভূমি অফিসের এক বা একাধিক মৌজা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং কার্যক্রমের আওতায় আনা হবে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড এ কার্যক্রম বাস্তবায়ন করছে। উল্লেখ্য, ২য় পর্যায়ের কাজ ডিসেম্বরে শুরু করার কথা থাকলেও দক্ষতা বৃদ্ধির ফলে এক মাস পূর্বেই শুরু করা হয়েছে।
×