ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশিত: ২৩:০৫, ১৭ নভেম্বর ২০২০

সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

রুমেল খান ॥ গত শুক্রবার প্রথম ম্যাচে এসেছিল দাপুটে জয়। সেইসঙ্গে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া। আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপালের চেয়ে সুবিধাজনক অবস্থানে থেকে সেই একই ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজকের ম্যাচে লাল-সবুজ বাহিনী জিতলে তো কথাই নেই, তবে যদি কমপক্ষে ড্রও করে তাহলেও বাজিমাত করবে স্বাগতিক বাংলাদেশ। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ জয়ের পাশাপাশি সুদৃশ ট্রফিটাও জিতে নেবে তারা। বিকেল ৫টায় হাজারও দর্শক মাঠে থেকে এবং কোটি ফুটবলপ্রেমী টিভির পর্দায় চোখ রেখে বাংলাদেশের বিজয়-সাফল্য চাক্ষুস করার জন্য মুখিয়ে আছেন। গত শুক্রবার প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তাদের এই জয় ছিল ২১ বারের মোকাবেলায় নেপালের বিরুদ্ধে ১৪তম জয় (হার ৫ ম্যাচে। বাকি ২ ম্যাচ ড্র)। স্বাভাবিকভাবেই নেপালের চেয়ে তুলনামূলক এগিয়ে থেকে আজ খেলতে নামবেন জামাল ভুঁইয়ারা। তবে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ- কোভিড টেস্টে পজিটিভ হওয়ার কারণে হেড কোচ জেমি ডেকে ডাগআউটে পাওয়া যাবে না। তার জায়গায় দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তিনি বাংলাদেশ দলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এদিকে নেপাল কোচ বালগোপাল মহারজনও আশাবাদী তার দলের জয় নিয়ে। তার দলের খেলোয়াড় ধিমাল করোনাভাইরাস নেগেটিভ হয়ে ফিরেছেন। আজ তার খেলার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন কোচ জেমি ডাগআউটে না থাকলেও তেমন কোন অসুবিধা হবে না। নেপালের বিপক্ষে এই দুই ম্যাচ আসলে বাংলাদেেেশর জন্য ‘ওয়ার্মআপ’ ম্যাচ। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। জামালের চোখ সেই ম্যাচের দিকেই। নেপাল দলের অধিনায়ক কিরণ চেমজং বলেন, এই ম্যাচটা আমাদের উভয় দলের জন্যই খুব কঠিন হবে। আমরা অবশ্যই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামব। কারণ আমরা প্রথম ম্যাচে হেরে গেছি। আমরা আজকের ম্যাচের জন্য প্রস্তুত। আমরা তিনদিন ট্রেনিং করার সময় পেয়েছি। এর মধ্যে নিজেদের তৈরি করে নিতে পেরেছি। প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর ফুটবলপ্রেমীদের সমর্থন ও প্রত্যাশা বহগুণে বেড়ে গেছে জামালদের প্রতি। ফলে তারা আজ দ্বিতীয় ম্যাচেও জয় দেখতে চান এবং সেটা মাঠে বসেই। কিন্তু এতেই হয়েছে ঝামেলা। টিকেটের সংখ্যা সীমিত। জানা গেছে ইতোমধ্যেই সেই টিকেট বিক্রি শেষ। ফলে অনেক ফুটবলপ্রেমীই টিকেট কিনতে গিয়ে পাননি। এ জন্য ক্ষোভে ফেটে পড়েছেন তারা। তাদের দাবি বাংলাদেশ বনাম নেপাল খেলার টিকেট চাই। টিকেটের সংখ্যা বাড়াতে হবে। এমন সব দাবি সংবলিত ব্যানার নিয়ে সোমবার দুপুরের পর একদল ফুটবলামোদী অবস্থান নেন বাফুফে ভবনের প্রধান গেটের সামনে। টিকেট চেয়ে সেøাগানে মুখর করে তোলেন চারিদিক। এখন দেখার বিষয় আজকের ম্যাচে নেপালকে হারিয়ে বা তাদের সঙ্গে ড্র করে ট্রফিটা নিজেদের করে নিতে পারেন কিনা বাংলাদেশের ফুটবলাররা।
×