ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশে ৭০ দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ২২:৫৯, ১৭ নভেম্বর ২০২০

দেশে ৭০ দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ সত্তর দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিসংখ্যক ২১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত ৭ সেপ্টেম্বর সবচেয়ে বেশি ২২০২ জন শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬২১৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৬০৪ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৬৮টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১ জন ও রংপুর বিভাগে ৩ জন করে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯৪ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৫ হাজার ২৬৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৭ হাজার ৪৬৭ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৮১৮ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৮১০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ২১ হাজার ৪১৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৩৩৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯ হাজার ৯২৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ নবেম্বর পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৩২৬১ জন, যা মোট মৃতের ৫২ দশমিক ৪৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১২১৮ জন, যা মোট মৃতের ১৯ দশমিক ৬০ শতাংশ, রাজশাহী বিভাগে ৩৭৯ জন, যা মোট মৃতের ৬ দশমিক ১০ শতাংশ, খুলনা বিভাগে ৪৮২ জন, যা মোট মৃতের ৭ দশমিক ৭৬ শতাংশ, বরিশাল বিভাগে ২০৭ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৩৩ শতাংশ, সিলেট বিভাগে ২৫৭ জন, যা মোট মৃতের ৪ দশমিক ১৪ জন, রংপুর বিভাগে ২৮১ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৫২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৩০ জন, যা মোট মৃতের ২ দশমিক শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ নবেম্বর পর্যন্ত করোনায় যারা মারা গেছেন, তাদের বয়স বিশ্লেষণে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২৯ জন, যা মোট মৃত্যুর শূন্য ৪৭ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪৮ জন, যা শূন্য ৭৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৪৩ জন, যা ২ দশমিক ৩০ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৩১ জন, যা ৫ দশমিক ৩৩ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭৬৬ জন, যা ১২ দশমিক ৩৩ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬৩২ জন, যা ২৬ দশমিক ২৬ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৩২৬৬ জন, যা ৫২ দশমিক ৫৫ শতাংশ।
×