ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রী করোনা মুক্ত

প্রকাশিত: ২২:১১, ১৬ নভেম্বর ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী করোনা মুক্ত

বিশেষ প্রতিনিধি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া রিপোর্টে তাদের করোনা নেগেটিভ সনদ দেয়া হয়েছে। এর আগে তারা দু’জনই করোনা আক্রান্ত হয়েছিল বলে জানা যায়। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব করোনা পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেন। পরীক্ষায় দুজনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছিল। এদিকে গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনিবার সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। সংসদ মেডিক্যাল সেন্টারের ডাঃ মোঃ জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজিটিভ। তবে সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদের বিষয়টি জানানো হয়। দু’ধরনের রিপোর্ট ॥ বিডিনিউজ জানায়, করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘নেগেটিভ’ ফল এসেছে। একই কাণ্ড ঘটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীনের ক্ষেত্রেও। তবে তারা দুজনই নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের নমুনা প্রথম বার পরীক্ষা করা হয়েছিল আইইডিসিআরে, যেখানে সংক্রমণ ধরা পড়ে। পরে পুলিশ হাসপাতালে পরীক্ষা করা হলে দেখা যায়, তারা করোনাভাইরাসমুক্ত।
×