ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পানি শোধনাগার উদ্বোধন

প্রকাশিত: ২৩:১০, ১৫ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় পানি শোধনাগার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৪ নবেম্বর ॥ চুয়াডাঙ্গায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের কার্যক্রম শুরু হয়েছে। এ পানি শোধনাগার থেকে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ পাবে ১ লাখ ৭৮ হাজার পৌরবাসী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যোগে ৩৭ শহর প্রকল্পের আওতাধীন এ পানি শোধনাগার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়। প্রতিদিন এখান থেকে সাড়ে ৩ লাখ লিটার পানি উৎপাদন করা হবে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সরকারী ছাগল খামারের দক্ষিণ পাশে নির্মিত পানি শোধনাগারের কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
×