ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএসপি আনিসুল হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

প্রকাশিত: ২৩:০৯, ১৫ নভেম্বর ২০২০

এএসপি আনিসুল হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে ঢাকার মাইন্ড কেয়ার হাসপাতালে হত্যার প্রতিবাদে শুক্রবার যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তোহার সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন নাভারন কলেজের অধ্যাপক বেলায়েত হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক তুহিনুর জয়, ইংরেজী বিভাগের শিক্ষক দ্বীন আলো, সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হক, সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী নিশাত বিজয়, যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অধ্যাপক বেলায়েত হোসেন জানান, প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার জরুরী। আমরা আমাদের কর্মসূচীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার বিচার চাই। একই সঙ্গে জাহাঙ্গীরনগরের কেউ বিপদে পড়লে আমরা এগিয়ে আসব। সাবেক শিক্ষার্থী নিশাত বিজয় বলেন, জাহাঙ্গীরনগরের বড় কিংবা ছোট যে পদেই থাকুক, তাদের বিপদে দাঁড়াতে হবে আত্মার টান থেকে। রাষ্ট্রের কাছে অনুরোধ প্রতিটি নাগরিক যেন নিরাপদে থাকে।
×