ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বস্তিতে আগুন ॥ নয়টি ঘর পুড়ে গেছে

প্রকাশিত: ২৩:০৮, ১৫ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জে বস্তিতে আগুন ॥ নয়টি ঘর পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর দেওভোগ পশ্চিমপাড়ার বাশমুলির বস্তির টিনশেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দাবি, আগুনে ৯টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শনিবার দুপুরে আগুনের এ ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, শনিবার দুপুরে দেওভোগ পশ্চিমপাড়ার বাশমুলির বস্তির ঘরে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে পার্শ্ববর্তী টিনের ঘরগুলো ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়ার ২টি ও ফতুল্লার বিসিকের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত মাহমুদা জানান, আমারা সবাই ঘরের বাইরে ছিলাম। আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। ঘরের ভেতরে মোবাইল, নগদ টাকা, খাটসহ সকল জিনিসপত্র পুড়ে গেছে। মহিদুল ইসলাম জানান, পুড়ে যাওয়া ঘরগুলোতে বেতনের টাকা-পয়সাও ছিল। তাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা আরও জানান, ময়লার আগুন থেকে ঘরগুলোতে আগুন লেগেছে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটেছে। পুড়ে যাওয়া ঘরগুলোতে গার্মেন্টসসহ নিম্ন শ্রেণীর লোকজনের বসবাস ছিল। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
×