ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন প্রেসিডেন্টের শপথের আগে আরও ৮০ লাখ মার্কিনী করোনা আক্রান্ত হবে

প্রকাশিত: ২২:৫৪, ১৫ নভেম্বর ২০২০

নতুন প্রেসিডেন্টের শপথের আগে আরও ৮০ লাখ মার্কিনী করোনা আক্রান্ত হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রজুড়ে করোনা সংক্রমণের নতুন ঊর্ধগতির মধ্যে অরেগন ও নিউ মেক্সিকোতে কোভিড-১৯ এর বিস্তারে লাগাম টানতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য দুটির কর্তৃপক্ষ। এছাড়া জানুয়ারিতে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের আগেই দেশটিতে আরও ৮০ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে পারে। এদের মধ্যে প্রাণ হারাতে পারে ৭০ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ, বর্তমান মৃত্যুহার বিবেচনায় নিয়ে রয়টার্স এমন আভাস দিয়েছে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৪২৭ জন, মারা গেছেন ১৩ লাখ ১৫ হাজার ১৫৫ জন আর সুস্থ হয়েছেন তিন কোটি ৭৭ লাখ ১৫ হাজার ২০৯ জন। খবর বিবিসি, সিএনএন ও ওয়ার্ল্ডোমিটারের। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ইতালিতে করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এখন পর্যন্ত ১১ লাখ সাত হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ১৩৯ জন। ইতালিতে করোনার বিস্তার ঠেকাতে গত সপ্তাহে দেশটির সরকার তিন স্তর পদ্ধতি চালু করে। এতে অঞ্চলভিত্তিক বিভিন্ন বিধিনিষেধ দেয়া হচ্ছে। দেশটির চারটি অঞ্চলকে রেড, দুটিকে অরেঞ্জ ও বাকিগুলো মাঝারি ঝুঁকির হলুদ জোনে ভাগ করা হচ্ছে। অরেগন, নিউ মেক্সিকোতে কঠোর বিধিনিষেধ ॥ যুক্তরাষ্ট্রজুড়ে সংক্রমণের নতুন উর্ধগতির মধ্যে অরেগন ও নিউ মেক্সিকোতে কোভিড-১৯ এর বিস্তারে লাগাম টানতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য দুটির কর্তৃপক্ষ। কর্মকর্তারা এই দুই রাজ্যেই অপরিহার্য নয় এমন বেশিরভাগ ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দিয়েছেন। বাসিন্দাদের সামাজিক যোগাযোগ সীমিত করারও পরামর্শ দিয়েছেন তারা। শুক্রবার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যাও ১০ লাখ অতিক্রম করেছে। দেশটিতে এখন প্রতিদিন গড়ে ৯০০-এর বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বাইডেনের অভিষেকের আগে করোনায় আরও ৭০ হাজার মৃত্যু ॥ জানুয়ারিতে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রে আরও ৮০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এদের মধ্যে প্রাণ হারাতে পারে ৭০ হাজার মানুষ। কাল থেকে মহারাষ্ট্রে খুলে যাচ্ছে মন্দিরসহ সব উপসনালয় ॥ আগামীকাল সোমবার থেকে ভারতের রাজ্যের সব ধর্মস্থান খুলে দেয়ার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। দেশের সবচেয়ে করোনা প্রভাবিত রাজ্য মহারাষ্ট্র। সেখানে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে মন্দিরসহ সব উপাসনালয় খোলা হবে বলে সে রাজ্যের সরকার জানিয়েছে। মার্চ মাসে লকডাউন শুরুর পরেই মহারাষ্ট্র সরকার সব ধর্মস্থান বন্ধ করে দিয়েছিল। মাছের প্যাকেটে সক্রিয় করোনা ॥ চীনের কিংদাও শহরের বন্দরে আমদানিকৃত একটি হিমায়িত সামুদ্রিক মাছের প্যাকেটের ওপর থেকে সক্রিয় নোভেল করোনাভাইরাস পাওয়া গেছে। চীনের শুল্ক দফতর জানিয়েছে, এর জেরে ভারতের ‘বসু ইন্টারন্যাশনাল’ সংস্থা থেকে এক সপ্তাহের জন্য মাছ আমদানি বন্ধ করেছে তারা। শি জিনপিংয়ের প্রশাসনের দাবি, এই প্রথম বিদেশ থেকে পাঠানো কোল্ড-চেনে কোন প্যাকেটের বাইরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলল। তবে ওই আমদানিকৃত সামগ্রী থেকে তেমন সংক্রমণ ছড়ায়নি বলেও দাবি করেছে তারা। গত জুলাইয়ে আমদানি করা একটি চিংড়ির প্যাকেটের ভেতরে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল।
×