ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণ করে জামিন পেলেন শোয়েব চৌধুরী

প্রকাশিত: ০০:৫৯, ১২ নভেম্বর ২০২০

আত্মসমর্পণ করে জামিন পেলেন শোয়েব চৌধুরী

কোর্ট রিপোর্টার ॥ এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের দায়ের করা মানহানি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এশিয়ান এজ পত্রিকার এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম শুনানি শেষে ১ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। মঙ্গলবার শোয়েব চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও কল্যাণ কুমার সাহার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শোয়েব চৌধুরী। শুনানিতে তারা বলেন, সংক্ষুব্ধ ব্যক্তিকেই মানহানি মামলা করতে হয়, কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। দেশ ও জনস্বার্থে এই প্রতিবেদন প্রকাশ করায় এই প্রতিবেদনটি মানহানির ক্ষেত্রে থাকা দশটি ব্যতিক্রমের মধ্যে পড়ে। তাছাড়া মামলার ধারা জামিনযোগ্য। আদালতে প্রতিবেদন এসেছে, আমরা বিচারের মুখোমুখি হব। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেয়।
×