ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক ডলারে করোনা কিট

প্রকাশিত: ২২:৫৭, ১২ নভেম্বর ২০২০

এক ডলারে করোনা কিট

প্রথমবারের মতো আফ্রিকায় দ্রুতগতিতে করোনা পরীক্ষার সুযোগ চালু করতে যাচ্ছে পাস্তুর ইনস্টিটিউট। সেনেগালের রাজধানী ডাকারভিত্তিক জৈবপ্রযুক্তি গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট দাবি করেছে, তারা সাশ্রয়ী মূল্যে ও সহজে বহনযোগ্য কোভিড-১৯ শনাক্তকরণ কিট তৈরির কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। ওই কিট ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই কোভিড-১৯ শনাক্ত করা যাবে। টেস্ট কিটের দামও হবে খুব কম। পাস্তুর ইনস্টিটিউট ডায়াট্রপিক্স নামের একটি প্রতিষ্ঠান চালু করেছে। প্রতিষ্ঠানটি গত মার্চ থেকে ব্রিটেনের মোলজিকের মতো পাঁচটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কোভিড-১৯ শনাক্তকরণ কিট তৈরিতে কাজ করছে। পাস্তুর ইনস্টিটিউট ও ডায়াট্রপিক্সের পরিচালক আমাদু স্যাল বলেছেন, তার জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান যে কিট প্রস্তুত করবে, তা এক ডলারের মতো দাম হবে বলে আশা করা হচ্ছে। এটি সহজ একটি প্রযুক্তি। প্রেগনেন্সি টেস্ট বা গর্ভধারণ পরীক্ষার মতো এ কিট সবখানে ব্যবহার করা যাবে। আফ্রিকার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। ব্রিটিশ মোলজিকের তথ্য অনুযায়ী, করোনা শনাক্তের কিটটিতে কোন চার্জ বা পরীক্ষাগারে গবেষণার প্রয়োজন পড়বে না। এতে একটি সহজ স্ট্রিপ থাকবে, যা আঙ্গুল থেকে সামান্য রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা যাবে। এটি অনেকটাই ইনসুলিন পরীক্ষার মতো। এতে করোনা সংক্রান্ত এ্যান্টিবডির উপস্থিতি দেখা হবে এবং তার ফল স্ট্রিপে দেখা যাবে। -সিএনএন
×