ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসছে আজ

প্রকাশিত: ২২:৫৭, ১২ নভেম্বর ২০২০

পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসছে আজ

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ১১ নবেম্বর ॥ কোন রকমের জটিলতা দেখা না দিলে বৃহস্পতিবার পদ্মা সেতুর ৩৭তম স্প্যান (২-সি) ৯ ও ১০ নম্বর পিয়ারের ওপর বসানো হবে। এই স্প্যান সফলভাবে বসানো হলে পদ্মা সেতু ৫৬৫০ মিটার দৃশ্যমান হবে। সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৬ নবেম্বর সেতুর মাওয়া প্রান্তের প্রথম স্প্যান (১-এ) পিয়ার ১ ও ২-এর ওপর স্থাপন করা হলেই সেতুর সঙ্গে মাওয়া প্রান্তের বন্ধন সৃষ্টি হবে। তিনি জানান, আগামী বিজয় দিবসের আগেই অর্থাৎ ১০ ডিসেম্বরের মধ্যে বাকি চারটি স্প্যান বসানো যাবে বলে আশা করা হচ্ছে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার মাওয়া প্রান্তে কনস্ট্রাকশন ইয়ার্ডের বাইরে তিনটি স্প্যান খুঁটিতে ওঠানোর জন্য শত ভাগ প্রস্তুত করে রাখা আছে। আর দুটি স্প্যানও প্রস্তুত তবে সেগুলো ওয়ার্কশপের ভেতরে রাখা আছে।
×