ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা ও সিরাজগঞ্জের দু’টি আসনে আজ উপনির্বাচন

প্রকাশিত: ২২:৫৫, ১২ নভেম্বর ২০২০

ঢাকা ও সিরাজগঞ্জের দু’টি আসনে আজ উপনির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-১৮ ও সিরাজঞ্জ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করা হবে ইভিএম বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। কোন বিরতি ছাড়াই বেলা ৪টায় ভোট গ্রহণ শেষ হবে। দুটি আসনের সুষ্ঠু নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ইতোমধ্যেই ভোটার সরঞ্জাম পৌঁছানো হয়েছে। ইসির কর্মকর্তা জানিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে নেয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনেই একজন ভোটার কেন্দ্রে হাজির হয়ে ভোট প্রদান করবেন। ভোটে স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছানো হয়েছে। এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা স্থাপনা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে সেসব প্রতিষ্ঠানে ভোটের জন্য ছুটি থাকছে। তবে অন্য কোন প্রতিষ্ঠানে এ উপলক্ষে কোন ছুটি ঘোষণা করা হয়নি। ব্যাপকভাবে গণপরিবহন চলাচল নিষিদ্ধ করা না হলেও কিছু কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল, পিকআপ ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বাকি যানবাহন চলাচলে শিথিলতা রয়েছে। ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির প্রার্থীসহ মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের রয়েছেন মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মোঃ শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মহিবুল্লাহ বাহার।
×