ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বালু তোলায় জরিমানা

প্রকাশিত: ২১:২৮, ১২ নভেম্বর ২০২০

বালু তোলায় জরিমানা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ীতে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে বালু ব্যবসায়ী সাইফুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানার অর্থ আদায় করা হয়। জানা যায়, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের খোকা মামুদের পুত্র বালু ব্যবসায়ী সাইফুর রহমান দীর্ঘদিন ধরে ওই গ্রামের জ্যোৎ¯œার মোড় এলাকায় অবস্থিত বিল থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন ফেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। মাস্ক পরিধানে সচেতনতা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বুধবার দুপুর ১টার দিকে শহরের দড়াটানা মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মাস্ক ছাড়া সেবা নয় এ প্রচারটি সবাইকে জানাতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
×