ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাপ্তাই হ্রদে বন কর্মকর্তার ছেলেসহ দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২১:২৭, ১২ নভেম্বর ২০২০

কাপ্তাই হ্রদে বন কর্মকর্তার ছেলেসহ দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ নবেম্বর ॥ রাঙ্গামাটি শহরের পাশে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের সলিল সমাধি হয়েছে। মৃতরা হলো রাঙ্গামাটি বনসার্কেল এর বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে আদনান নুর (১৪) এবং বন সংরক্ষক অফিসের কর্মচারী মোস্তাহিদের ছেলে মোস্তাহাফ (অঙ্কন) (১৩)। বুধবার দুপুরে শহরের কেরানীপাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার দুপুরে রাঙ্গামাটি শহরের কেরানীপাহাড় এলাকায় বন সংরক্ষকের ছেলে অপর বন্ধুকে নিয়ে সাইকেলে করে ঘুরে ক্লান্ত হয়ে আদনান ও অঙ্কন বন সংরক্ষকের বাংলোর নিচে কাপ্তাই হ্রদে গোসল করতে যায়। এই সময় একজন পানিতে তলিয়ে যাওয়ার সময় অপরজন তাকে ধরতে গিয়ে দু’জনই হ্রদের পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দেড়টার সময় হ্রদের পানি থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা রাঙ্গামাটি সরকারী স্কুলের ৭ শ্রেণীর ছাত্র।
×