ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে স্কুলমাঠ দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশিত: ২১:২৫, ১২ নভেম্বর ২০২০

পার্বতীপুরে স্কুলমাঠ দখল করে স্থাপনা নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১১ নবেম্বর ॥ পার্বতীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ কতিপয় স্বার্থানেষী ব্যক্তি দখল করে বাড়ি নির্মাণ করেছে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে চোখে পড়ে মাঠের উত্তরাংশে জনৈক বেলী বেগম, কাওসার, মোক্তার, হাসান সারওয়ার ও মাসুদ কমপক্ষে ১৫ শতক জায়গা দখল করে বহুতলবিশিষ্ট ঘরবাড়ি নির্মাণ করেছে। বাঁশ, ইটের খোয়া নির্মাণ সামগ্রী স্তূপ আকারে রেখে নিজেদের খেয়াল খুশিমতো তারা মাঠের জায়গা ব্যবহার করছে। অনুরূপ পূর্বপাশে মাঠের সীমানা ঘেষে জনৈক মাছ ব্যবসায়ী আবদুর রশিদ বিল্ডিং তুলে চলাচল করছে মাঠের উপর দিয়ে। দখলকারীরা জানায়, তারা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করেনি। নিজের কবলাকৃত জমিতে ঘরবাড়ি নির্মাণ করেছে। দক্ষিণ পাশে দুই বছর আগে বেশকিছু জায়গা দখল করে নির্মিত হয়েছে পৌরসভার মাস্টার ড্রেন। এ অবস্থায় মাঠ চারদিক থেকে সংকোচিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশেকউল্লাহ জানান, দখলদাররা বাধা মানছে না প্রতিনিয়ত মাঠটিকে গ্রাস করছে। বাধা দিলেও কর্ণপাত না করে অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে। তবে মাঠের জায়গা উদ্ধারের জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নেয়া হয়েছে মোশাররফ হোসেন সমাজ, মজিদুল ইসলাম ও আতাউর রহমান এই ৩ সদস্যের কমিটি গঠন করে মৌজার ম্যাপ, দাগ খতিয়ান অনুযায়ী কি পরিমাণ জায়গা দখল হয়েছে তা সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক বুধবার সকালে জানান, আমি সদ্যই দায়িত্ব পেয়েছি। মাঠের অবস্থা দেখে আমি মর্মাহত। ভূমিখেকোরা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাতেও ছোবল হানছে। তবে এরা পার পাবে না। প্রয়োজনবোধে অবকাঠামে ভেঙ্গে মাঠের জায়গা পুনরুদ্ধার করা হবে।
×