ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভৈরবে ১৫ বেসরকারী হাসপাতালকে জরিমানা

প্রকাশিত: ২১:২১, ১২ নভেম্বর ২০২০

ভৈরবে ১৫ বেসরকারী হাসপাতালকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১১ নবেম্বর ॥ ভৈরবে একাধিক বেসরকারী হাসপাতাল-ক্লিনিকসহ ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার রাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারী অনুমোদন (লাইসেন্স) না থাকাসহ নানা অসঙ্গতির কারণে শহরের ১৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজনা। জানা গেছে, শহরের নামে বেনামে প্রায় অর্ধশতাধিক বেসরকারী হাসপাতাল-ক্লিনিকসহ ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠেছে। এরমধ্যে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের সরকারী অনুমোদন থাকলেও অধিকাংশ হাসপাতাল-ক্লিনিকসহ ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই। শুধু তাই নয়, নেই দক্ষ জনবল। কোন কোন প্রতিষ্ঠানে নেই সার্বক্ষণিক চিকিৎসক। এমনকি নেই গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত প্যাথলজিস্ট ও টেকনোলজিস্ট। হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার নেই উপযুক্ত পরিবেশ। ফলে একদিকে প্রতিবছর সরকার যেমন হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব।
×