ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ২১:২০, ১২ নভেম্বর ২০২০

বগুড়ায় শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় মঙ্গলবার গভীর রাতে শহরের মালতিনগর এলাকার একটি মেসবাড়ি (ছাত্রাবাস) থেকে দেশীয় অস্ত্র ও বিপুল জিহাদী বইসহ ইসলামী ছাত্র শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, সরকার উৎখাত ও নাশকতার পরিকল্পনায় শিবির নেতাকর্মীরা ওই বাড়িতে সমবেত হয়েছিল। গ্রেফতারকৃতরা হলো- শিবিরের মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান, মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, শিবিরের নারুলী শাখার সাথী জিয়া আলম, সাথী আসাদুল আল গালিফ, সদস্য শাহীন আলম, কর্মী গোলাম মোর্তজা ও আব্দুল কুদ্দুস। এদের বাড়ি নীলফামারী গাইবান্ধা জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলায়। তাদের কাছে থেকে ৫ বস্তা জিহাদী বই, ল্যাপটপ, লাঠি, মশাল জ্বালানোর উপযুক্ত লাঠি, ২টি চাপাতি ২টি হাসুয়া উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ওসি হুময়ায়ূন কবির জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে মালতিনগর মোল্লাপাড়া শ্মশান ঘাট এলাকার তোতা মিয়ার মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িটি ছাত্রাবাস হিসেবে ভাড়া নিয়েছিল শিবিরের নেতাকর্মীরা।
×