ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:২০, ১২ নভেম্বর ২০২০

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১১ নবেম্বর ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. এম আব্দুল আলীমকে রাজাকারের সন্তান বলায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ওই শিক্ষক পরিবারের সদস্যরা। বুধবার সকালে পাবনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে শিক্ষক পরিবার ভিসির এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন। লিখিত বক্তব্যে ড. এম আবদুল আলীমের পিতা মোঃ আব্দুল কুদ্দুস বলেন, আমার পরিবারে কেউ রাজাকার বা স্বাধীনতাবিরোধী নেই বরং মুক্তিযুদ্ধে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি এবং মুক্তিযুদ্ধের সময় বহু মুক্তিযোদ্ধাকে আমরা আশ্রয় দিয়েছি। সাংবাদিক সম্মেলনে স্থানীয় মুক্তিযোদ্ধা, গৌরীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, উপাচার্যের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছারিতা ও বিলাসিতার প্রতিবাদে দশ দফা দাবিতে গত পাঁচ ডিসেম্বর বাংলা বিভাগের শিক্ষক ড. এম আবদুল আলীম বিশ^বিদ্যালয় চত্বরে একক অবস্থান কর্মসূচী পালন করায় ভাইস-চ্যান্সেলর তাকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলে অভিহিত করে, যা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।
×