ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৪৪ ধারা জারি

সীতাকুণ্ডে যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ

প্রকাশিত: ২১:২০, ১২ নভেম্বর ২০২০

সীতাকুণ্ডে যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, ১১ নবেম্বর ॥ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীরা পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় প্রশাসন আইন-শৃঙ্খলা অবনতির স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আদেশ জারি করেন। এ বিষয়ে জানতে চাইলে সীতাকু- মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, আইন-শৃঙ্খলার বিষয় চিন্তা করে আগে থেকে সতর্ক ছিলাম। উভয় পক্ষকে কিছু দিক-নির্দেশনামূলক প্রস্তাব দিয়েছি। কিন্তু একবার এক পক্ষ মানলেও অন্য পক্ষ মানতে নারাজ। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি। জানা যায়, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা আগে থেকে আহ্বান করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুনের অনুসারিরা। যে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখার কথা ছিল কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রধান বক্তা থাকার কথা চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস.এম আল মামুন, বিশেষ বক্তা এস.এম রাশেদুল আলম। উপজেলা যুবলীগের সভাপতি মো.শাহজাহানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিমের পরিচালনায় বুধবার বিকোল ৩টায় জেলা পরিষদ অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার বিকেল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়ার অনুসারিরা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সেলিম অপর একটি প্রতিষ্ঠাবার্ষিকী সভার আহ্বান করেন।
×