ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২১:১৯, ১২ নভেম্বর ২০২০

বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ নবেম্বর ॥ বাউফলে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের অবহেলায় আবদুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ওই কৃষকের মৃত্যু হয়। বুধবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের বাদশা বাড়ির পূর্ব পাশে পল্লী বিদ্যুতের খাম্বা থেকে একটি তার ছিঁড়ে নিচে পড়ে যায়। পাশের বাড়ি কালাম নামের এক ব্যক্তি ঘটনার দিন সকালে এ খবর পল্লী বিদুতের জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে জানান। ওইদিন পৌনে ১১টার দিকে পল্লী বিদ্যুতের দুই কর্মী সরজমিনে গিয়ে ওই এলাকার বিদ্যুত সরবরাহ লাইন বন্ধ করে চলে আসেন। কিন্তু এর আগেই বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষক আবদুর রাজ্জাক মারা যান। আবদুর রাজ্জাকের বড় ভাই জানান, সকাল নয়টার দিকে আবদুর রাজ্জাক গরুর ঘাস কাটার জন্য বের হন। এরপর বাড়িতে ফিরতে বিলম্ব হওয়ায় স্বজনেরা তাকে খুঁজতে বের হন। দুপুর একটার দিকে খান বাড়ির পেছনে এবং তাদের বাড়ির পূর্ব পাশে ধানখেতের মধ্যে বিদ্যুতের ছেঁড়া তারে জড়ানো অবস্থায় তাকে দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কিশোরগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার তাড়াইলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাউতি দাউদপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়ার ছেলে এবং স্থানীয় বানাইল বাজারে ব্যবসা ও বাড়িতে কৃষিকাজে যুক্ত ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ির পাশে ফিশারিপাড়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। স্থানীয় সূত্র জানায়, ওইদিন রাতে নিহত শফিকুল দাউদপুর গ্রামের নিজবাড়ির পাশে নিজাম উদ্দিনের ফিশারিপাড়ে পানি দিয়ে নিজেকে পরিচ্ছন্ন করছিল।
×