ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারী শ্রমিকের শ্রম বেশি মজুরি কম ॥ বঞ্চনার শিকার

প্রকাশিত: ২১:১৮, ১২ নভেম্বর ২০২০

নারী শ্রমিকের শ্রম বেশি মজুরি কম ॥ বঞ্চনার শিকার

আবু জাফর সাবু, গাইবান্ধা ॥ নির্মাণ ক্ষেত্রে কর্মরত গাইবান্ধার নারী শ্রমিকরা শ্রমের ন্যায্য মজুরি পাচ্ছেন না। অতিরিক্ত পরিশ্রম করেও শ্রম শোষণসহ নানা বঞ্চনার শিকার হয়ে এ জেলার নারী শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। নারী শ্রমিকদের আলাদা কোন সংগঠন না থাকায় তারা অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত হয়ে কার্যকর কোন ভূমিকাও রাখতে সক্ষম হচ্ছেন না। জানা গেছে, গাইবান্ধার ৭ উপজেলার বিভিন্ন সেক্টরে প্রায় সাড়ে সাত হাজার নারী শ্রমিক কর্মরত আছেন। এর মধ্যে গৃহপরিচারিকা এবং কৃষি সেক্টরসহ মাটি কাটার কাজে নিয়োজিত নারী শ্রমিকের সংখ্যা বেশি হলেও চালকল এবং নির্মাণ কাজে নিয়োজিত নারী শ্রমিকের সংখ্যাও নেহায়েত কম নয়। জেলায় রাজমিস্ত্রিদের সঙ্গে যোগানদারসহ ইটের খোয়া ভাঙ্গার কাজে নিয়োজিত নারী শ্রমিক হচ্ছে প্রায় ২ হাজার ৭শ’। তবে এই সেক্টরে কর্মরত নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর কারণ অনুসন্ধানে জানা গেছে, নদীবেষ্টিত এ জেলায় অব্যাহত নদী ভাঙ্গন সর্বহারা ছিন্নমূল মানুষের সংখ্যা বাড়ছে। তদুপরি এ জেলায় বৃহৎ ক্ষুদ্র বা মাঝারি শিল্প কারখানা গড়ে না ওঠায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। নদী ভাঙ্গন কবলিত ছিন্নমূল মানুষ জীবন জীবিকার তাগিদে নারী পুরুষ উভয়েই শ্রমে নিয়োজিত হতে বাধ্য হচ্ছেন। পুরুষের চেয়ে নারী শ্রমিকদের দিয়ে বেশি কাজ করানো হলেও কম মজুরি দেয়ার সুযোগ রয়েছে বলেই নির্মাণ সেক্টরে নারী শ্রমিকদের চাহিদা অপেক্ষাকৃত বেশি। এ জন্য নির্মাণ নারী শ্রমিকের সংখ্যা বাড়ছে। কাজে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে মজুরি নিয়ে মালিকদের সঙ্গে দর কষাকষির সুযোগ পান না নারী শ্রমিকরা।
×