ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একক নাটক ‘কাটিং মাস্টার’

প্রকাশিত: ০০:৫৩, ১০ নভেম্বর ২০২০

একক নাটক ‘কাটিং মাস্টার’

স্টাফ রিপোর্টার ॥ ফারহানা জামান জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। তিনি শোবিজে উপস্থাপনা দিয়ে শুরু করলেও পরে মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন। তবে সংসারের প্রয়োজনে বেশ কিছুদিন মিডিয়া থেকে দূরে ছিলেন এই গুণী শিল্পী। বিরতির পর আবার সরব হচ্ছেন, ফিরছেন নাটকের অভিনয়ের মাধ্যমে। ‘কাটিং মাস্টার’ হয়ে ফিরলেন এই সময়ের প্রতিশ্রুতিশীল মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। সম্প্রতি ‘কাটিং মাস্টার’ নামে একটি নাটকে ডেইজি আপার চরিত্রে অভিনয় করলেন তিনি। পুরান ঢাকার ‘ডেইজি আপার কাটিং ঘর’ ঘিরেই নাটকটির কাহিনী আবর্তিত হয়। এই কাটিং ঘরে কাজ শিখতে আসে এলাকার দুই ভাই আলাল, দুলালসহ অনেকে। কাটিং ঘরটিতে কাজ শেখার ফাঁকে ফাঁকে চলে দিনভর আড্ডা। ডেইজি আপার কাটিং ঘর থেকে কাজ শিখে, আলাল ও দুলাল কাটিং মাস্টার নামের একটা টেইলার্স দেয়। টেইলার্সে আগমন ঘটে এলাকার সুন্দরী, সুইটির। আলাল ও দুলাল, দুই ভাই সুইটির প্রেমে পড়ে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে নাটকের কাহিনী। নাটকটি রচনা করেছেন রাবেয়া স্বপ্না এবং পরিচালনা করেছেন গাজী আব্দুল মজিদ। নাটকটি সম্পর্কে পরিচালক গাজী আব্দুল মজিদ বলেন, কাটিং মাস্টার নাকটটি দেখে দর্শকরা আনন্দ পাবে। ফারহানা বলেন, এই নাটকে কাটিং মাস্টারের চরিত্রে অভিনয় করে খুব মজা পেয়েছি। তিনি বলেন, একসময় শোবিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাতাম, মাঝে সংসারে ব্যস্ত হয়ে পড়ি।
×