ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ভাবনায় ভাবনা

প্রকাশিত: ০০:৫৩, ১০ নভেম্বর ২০২০

নতুন ভাবনায় ভাবনা

সংস্কৃতি ডেস্ক ॥ এরইমধ্যে ভাবনা অভিনীত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বেশ সাড়া ফেলেছে। আগামীতে এরচেয়ে আরও ভাল গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে হবে, এটা যেন এখন আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভাবনার ক্ষেত্রে। আবার আগামী বছর বই মেলায় তার তৃতীয় উপন্যাস ‘গোলাপী জমিন’ প্রকাশ পেতে যাচ্ছে। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। এবারের উপন্যাসটি পাঠকরা কতটুকু গ্রহণ করবে সেই ভাবনাতেও সময় কাটছে ভাবনার। আবার মেধাবী পরিচালক নূরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় অভিনয় করেছেন ভাবনা। সিনেমা’তে তার করা পদ্ম চরিত্রটি দর্শক কতটুকু গ্রহণ করবেন সেই ভাবনাতেও আছেন ভাবনা। এই তিন ভাবনাতেই একটা অন্যরকম সময় কাটছে ভাবনার। কিছুদিন আগে প্রকাশিত হলো অনিমেষ আইচের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এবং আবু শাহেদ ইমনের প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’। এতে ভাবনার অভিনয় সবশ্রেণীর দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। শুধু বিভিন্ন শ্রেণীর দর্শক বা ভাবনার সহশিল্পীরাই যে তার এই কাজটি দেখে তার অভিনয়ের প্রশংসা করেছেন এমনটি নয়। অনেক গুণী নির্মাতারাও কাজটির এবং ভাবনার অভিনয়ের প্রশংসা করেছেন। আগামী বইমেলায় তা¤্রলিপি থেকে প্রকাশ হতে যাচ্ছে ভাবনার তৃতীয় উপন্যাস ‘গোলাপী জমিন’। চার বছর আগে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন ভাবনা। এত বছর পরে হলেও ভাবনা সিনেমাটিতে পদ্ম চরিত্রে অভিনয় করেছেন। ভাবনার ভাষ্যমতে, ভাবনা সিনেমাটির যেসব চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন প্রত্যেকটি চরিত্রই নূরুল আলম আতিকের পছন্দ হয়েছিল। কিন্তু চূড়ান্তভাবে ভাবনাকে পদ্ম চরিত্রেই নির্বাচিত করেন। নূরুল আলম আতিকের ভাষ্যমতে ভাবনার পদ্ম চরিত্রটিই তার সিনেমার মুক্তিযোদ্ধা। বর্তমানে তিন ভাবনা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘মুখ আসমানের জন্য বলা যায় প্রতিনিয়তই বেশ সাড়া পাচ্ছি আমি। ভক্ত দর্শক এবং সহশিল্পীদের কাছ থেকে তো সাড়া পাচ্ছিই। কিন্তু একটু বেশিই অনুপ্রেরণা দিচ্ছে যখন গুণী নির্মাতারা কাজটি প্রসঙ্গে অনুপ্রেরণা দেন। অবশ্যই আমি বারবার কৃতজ্ঞ এর নির্মাতা অনিমেষ আইচের কাছে। আমার আগের দুটো উপন্যাসের বিষয় ছিল নারী। যথারীতি এবারের উপন্যাসের বিষয়ও নারীই। নারীদের জীবনের গল্প নিয়েই গোলাপী জমিন উপন্যাসের গল্প আবর্তিত। পাঠকের ভাল লাগবে এটা আমার বিশ্বাস। শ্রদ্ধেয় নূরুল আলম আতিক ভাইয়ের নির্দেশনায় সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। তার এ্যাক্টিং ডিরেকশন আর সবার থেকে একেবারেই আলাদা। পদ্ম চরিত্রে কাজ করে আমি ভীষণ তৃপ্ত।
×