ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএলে মুম্বাই-দিল্লী ফাইনাল আজ

প্রকাশিত: ২৩:৪৩, ১০ নভেম্বর ২০২০

আইপিএলে মুম্বাই-দিল্লী ফাইনাল আজ

শাকিল আহমেদ মিরাজ ॥ সমাপ্তির পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসর। একে একে বিদায় নিয়েছে ছয় দল। দুবাইয়ের গ্র্যান্ড ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও শ্রেয়াস আইয়ারের দিল্লী ক্যাপিটালস। প্রথম কোয়ালিফায়ারে এই দিল্লীকেই ৫৭ রানে হারিয়ে ফাইনালে উঠে আসে মুম্বাই। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৭ রানের জয়ে নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে দিল্লী। উপভোগের মন্ত্রে আজ আরও একটি ইতিহাস গড়তে চান অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই অধিনায়ক রোহিতের চোখে রেকর্ড পঞ্চম শিরোপার স্বপ্ন। মরুর দেশ আমিরাতে করোনাকালের বহুল আলোচিত আসরে শেষ হাসি হাসবে কারা, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারই ফয়সালা আজ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। গতবার ফাইনালে চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছিল মুম্বাই। আইপিএলে আগের ১২ আসরের চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে- রাজস্থান (২০০৮), ডেকান চার্জার্স (২০০৯), চেন্নাই (২০১০, ২০১১, ২০১৮), কলকাতা (২০১২, ২০১৪), মুম্বাই (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯) ও হায়দরাবাদ (২০১৬)। এবার নিয়ে তৃতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। এর আগে ভারতে জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় (সম্পূর্ণ আসর) এবং ২০১৪ সালে আমিরাত (২০টি ম্যাচ) ও ভারতে (৩৬টি ম্যাচ) যৌথভাবে হয়েছিল আইপিএল। গত মার্চে ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু দেশটিতে ভয়বহ করোনার কারণে সেটি পিছিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের তিন ভেন্যু আবুধাবী, শারজাহ ও দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। আইপিএলের ১২টি আসর শেষে অবশেষে ১৩তম আসরে এসে প্রথমবারের মতো ফাইনালে উঠে এলো দিল্লী। দুই আসর আগেও তারা অবশ্য পরিচিত ছিল দিল্লী ডেয়ারডেভিলস নামে। দিল্লী ক্যাপিটালস নাম দেয়ার পর এবার এসে ফাইনালের নাগাল পেল। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবার সবার আগে লীগপর্ব থেকে বিদায় নিয়েছে। সেরা চারে এসেও পারেনি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেখানে অনেকটা তারুণ্যনির্ভর দল নিয়ে দিল্লী এবার দুর্দান্ত ক্রিকেট খেলছে, ‘এই অনুভূতি সেরা। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে আসতে হয়েছে। তারপরও আমরা একটা পরিবারের মতো একাট্টা ছিলাম। মুম্বাই অত্যন্ত শক্তিশালী এবং আইপিএল ইতিহাসের অন্যতম বড় দল। ফাইনালেও আমাদের লক্ষ্য খেলাটা উপভোগ করা’- বলেন দিল্লী অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাটিংয়ে দলটির সাফল্যের অন্যতম রূপকার শিখর ধাওয়ান। ২ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬০৩ রান এই ন্যাটা ওপেনারের। ৪৫৪ রান অধিনায়ক আইয়ারের। ভাল করেছেন মার্কাস স্টয়নিসও। বোলিংয়ে তরুপের তাস অবশ্যই কাগিসো রাবাদা। টুর্নামেন্টে এ পর্যন্ত সবার্ধিক ২৯ উইকেটের মালিক দক্ষিণ আফ্রিকান কৃষ্ণাঙ্গ এ পেসার। যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ ২০ উইকেট আরেক পেসার এনরিখ নরকিয়ার দখলে। স্পিনে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন অক্ষর প্যাটেল। অন্যদিকে ব্যাটিংয়ে মুম্বাইর বড় ভরসার নাম ইশান কিষান ও সূর্যকুমার যাদব। যথাক্রমে ৪৮৩ ও ৪৬১ রান দু’জনের ঝুলিতে। নিজের দিনে কাঁপিয়ে দিচ্ছেন হারদিক পা-িয়াও। অনেকটা চোটে-অফফর্মে ম্লান অধিনায়ক রোহিত নিশ্চয়ই আজ ফাইনালে জ্বলে উঠতে চাইবেন। বোলিংয়ে মুম্বাইর বড় অস্ত্র জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ উইকেট বুমরাহর দখলে, বোল্ট তৃতীয় সর্বোচ্চ ২২। তিন অলরাউন্ডার হারদিক পা-িয়া, ক্রনাল পা-িয়া ও কাইরন পোলার্ডের রসায়ন মুম্বাইর সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ, ‘আমি সবসময়ই বলেছি, হারদিক এবং খুব বুদ্ধিমান ক্রুনালের সঙ্গে আমার মাঠের বাইরের সম্পর্কটাই ক্রিকেট মাঠে ফুটে ওঠে’- বলছিলেন পোলার্ড, যিনি রোহিতের ইনজুরির ম্যাচগুলোতেও মুম্বাইকে নেতৃত্ব দিয়ে জয়ের ধারায় রেখেছিলেন।
×