ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষাঋণ পাচ্ছেন রাবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ২২:০২, ১০ নভেম্বর ২০২০

শিক্ষাঋণ পাচ্ছেন রাবির শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা ॥ করোনাকালীন অনলাইন শিক্ষার জন্য স্মার্টফোন কিনতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অসচ্ছল ৪ হাজার ৮০০ শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিনা সুদে আট হাজার টাকা করে এই ঋণ পাবে তালিকায় থাকা প্রত্যেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন আসল টাকা চার কিস্তিতে বা এককালীন শিক্ষার্থীরা পরিশোধ করতে পারবেন। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোতে এই ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। বিশ্বজিৎ চন্দ বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে অনলাইন ক্লাস শুরুর পর শিক্ষকরা দেখতে পান, বিভাগভেদে প্রায় অর্ধেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিচ্ছেন না। শিক্ষার্থীদের এই প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই এই ঋণের ব্যবস্থা করেছে ইউজিসি। সাত টয়লেট ভেঙ্গে দিল দুর্বৃত্তরা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ নবেম্বর ॥ শহরের খাস নওগাঁ মহল্লায় নির্মাণাধীন ফারহান মুহিব দানেশ মোহাম্মদ আব্দুল্লাহ মহিলা মাদ্রাসার ৭টি টয়লেট (পায়খানা) সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা দায়ের হলে আসামিরা জামিনে এসে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি ও সাধারণ সম্পাদক এসএম মুনছুর আলীকে হুমকিধমকি অব্যাহত রেখেছে। জানা গেছে, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার দক্ষিণপাশে মোট ১২টি টয়লেট (পায়খানা) তৈরি করা হয়। গত ২৩ অক্টোবর বেলা ১১টায় এলাকার হাজের আলী, হিটলার, মিজানুর রহমানসহ অজ্ঞাত ১০/১২ জন চাপাতি, রামদা, লোহার রড, লাঠিসোঁটা, শাবল, কোদালসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ৭টি পায়খানা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে।
×